Μουσικό βίντεο
Μουσικό βίντεο
Συντελεστές
PERFORMING ARTISTS
Andrew Kishore
Performer
COMPOSITION & LYRICS
Ahmed Imtiaz Bulbul
Songwriter
Στίχοι
আমার বুকের মধ্যেখানে, মন যেখানে, হৃদয় যেখানে
সেইখানে তোমাকে আমি রেখেছি কতো না যতনে
তোমার বুকের মধ্যেখানে, মন যেখানে, হৃদয় যেখানে
সেইখানে আমাকে রেখো, আর কোথাও যাবো না জীবনে
আমার বুকের মধ্যেখানে, মন যেখানে, হৃদয় যেখানে
তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবো তেপান্তর
ভালোবাসার ঘর বানিয়ে হবো দেশান্তর
তোমায় কতো ভালোবাসি, বোঝাবো বোঝাবো কেমনে?
আমার বুকের মধ্যেখানে, মন যেখানে, হৃদয় যেখানে
সাগরেরই টানে যেমন নদী ছুটে যায়
তেমনি করে আমার এ মন তোমায় পেতে চায়
তুমি আমার জীবন তরী, তুমি আশার আলো নয়নে
আমার বুকের মধ্যেখানে, মন যেখানে, হৃদয় যেখানে
সেইখানে তোমাকে আমি রেখেছি কতো না যতনে
তোমার বুকের মধ্যেখানে, মন যেখানে, হৃদয় যেখানে
সেইখানে আমাকে রেখো, আর কোথাও যাবো না জীবনে
আমার বুকের মধ্যেখানে, মন যেখানে, হৃদয় যেখানে
Written by: Ahmed Imtiaz Bulbul