Μουσικό βίντεο

bhromor - ভ্রমর । Recall | lyrical video
Δείτε το μουσικό βίντεο του {trackName} από {artistName}

Περιλαμβάνεται σε

Συντελεστές

PERFORMING ARTISTS
Aman Khan
Aman Khan
Performer
Recall
Recall
Performer
COMPOSITION & LYRICS
Lalon Sha
Lalon Sha
Composer

Στίχοι

ভ্রমর কইয়ো গিয়া, শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে, ভ্রমর কইয়ো গিয়া ।। ভ্রমর রে, কইয়ো কইয়ো কইয়োরে ভ্রমর, কৃষ্ণরে বুঝাইয়া কইয়ো কইয়ো কইয়োরে ভ্রমর, কৃষ্ণরে বুঝাইয়া মুই রাধা মইরা যাইমু কৃষ্ণ হারা হইয়ারে, ভ্রমর কইয়ো গিয়া।। ভাইবে রাধারমণ বলে শোনরে কালিয়া ভাইবে রাধারমণ বলে শোনরে কালিয়া নিভা ছিলো মনের আগুন কি দিলা জ্বালাইয়ারে, ভ্রমর কইয়ো গিয়া।। ভ্রমর কইয়ো গিয়া, শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে, ভ্রমর কইয়ো গিয়া ।।
Writer(s): Radharaman Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out