Μουσικό βίντεο
Μουσικό βίντεο
Συντελεστές
PERFORMING ARTISTS
Akassh
Performer
Nur Nobi
Rap
COMPOSITION & LYRICS
Abdul Aziz
Songwriter
Akassh Sen
Composer
Στίχοι
পাপি এই দুনিয়াতে চলতে পাপের খেলা
চারিদিকে দেখো সবাই চলছে পাপের মেলা
পাপি এই দুনিয়াতে চলতে পাপের খেলা
চারিদিকে দেখো সবাই চলছে পাপের মেলা
কেউবা পাপি টাকার জন্য কেউ বা পাপি খ্যাতির জন্য
আমি পাপী, তুমি পাপী সবাই পাপের চেলা
পাপি পাপি পাপি পাপি
পাপের খেলায় সবাই হ্যাপি
দেহ পাপী মনো পাপী
পাপের মন্ত্র সবাই জপি
এই পাপ করে ধরা খেলে
উধুর পিন্ডি বুদুর ঘাড়ে
আগুন নিয়ে খেলা করে
নিজের পায়ে কুড়াল মারে
পাপি কেন বোঝেনা এক
মাঘে শীত যায় না
নিজে পাপের খেলায় পড়ে
অন্যের পাপের বিচার করে
পাপী এই দুনিয়াতে চলছে
পাপের খেলা
পাপী এই দুনিয়াতে চলছে
পাপের মেলা
পাপ বাপকে ছাড়ে না
এই কথা কেউ বোঝেনা
পাপের ঘড়া ভরে গেলে
কেউবা তা ছাড় পাবে না
পাপ বাপকে ছাড়ে না
এই কথা কেউ বোঝেনা
পাপের ঘড়া ভরে গেলে
কেউবা তা ছাড় পাবে না
কেউবা পাপী স্বভাবে
কেউবা পাপী অভাবে
পাপের খেলায় সবাই হ্যাপি
দেহ পাপী মনো পাপী
পাপের মন্ত্র সবাই জপি
আমি পাপী, তুমি পাপী সবাই পাপের চেলা
পাপি পাপি পাপি পাপি
পাপের খেলায় সবাই হ্যাপি
দেহ পাপী মনো পাপী
পাপের মন্ত্র সবাই জপি
Written by: Abdul Aziz, Akassh Sen