Μουσικό βίντεο

Μουσικό βίντεο

Συντελεστές

Στίχοι

ফাগুন হাওয়ায় রঙে রঙে
পাগল ঝোরা লুকিয়ে ঝরে
গোলাপ, জবা, পারুল, পলাশ পারিজাতের বুকের 'পরে
ফাগুন হাওয়ায় রঙে রঙে
পাগল ঝোরা লুকিয়ে ঝরে
গোলাপ, জবা, পারুল, পলাশ পারিজাতের বুকের 'পরে
ফাগুন হাওয়ায়
সেইখানে মোর পরানখানি যখন পারি বহে আনি
নিলাজ-রাঙা পাগল রঙে রঙিয়ে নিতে
পাগল রঙে রঙিয়ে নিতে, রঙিয়ে নিতে থরে থরে
ফাগুন হাওয়ায়
বাহির হলেম ব্যাকুল হাওয়ার উতল পথের চিহ্ন ধরে
ওগো তুমি রঙের পাগল, ধরব তোমায় কেমন করে
রঙের পাগল
কোন আড়ালে লুকিয়ে রবে, তোমায় যদি না পাই তবে
রক্তে আমার তোমার পায়ের রঙ লেগেছে কিসের তরে
রঙ লেগেছে
রক্তে আমার তোমার পায়ের রঙ লেগেছে কিসের তরে
ফাগুন হাওয়ায় রঙে রঙে
পাগল ঝোরা লুকিয়ে ঝরে
গোলাপ, জবা, পারুল, পলাশ পারিজাতের বুকের 'পরে
ফাগুন হাওয়ায়
instagramSharePathic_arrow_out

Loading...