Lyrics
বলছি তোমার কানে কানে... আমার তুমি
বলছি আমার গানে গানে... আমার তুমি
আজকে আমার প্রাণ পেয়েছে
অনেক নতুন ভাষা
অনেক দিনের স্বপ্ন যে
অনেক দিনের আশা!
বলছি তোমার কানে কানে... আমার তুমি
বলছি আমার গানে গানে... আমার তুমি
তোমায় পেয়ে, হয় যে মনে
আর জনমেও সাথী ছিলাম
আমরা দু'জন মনের সুখে
অনেক জনম ঘুরে এলাম!
তোমায় পেয়ে, হয় যে মনে
আর জনমেও সাথী ছিলাম
আমরা দু'জন মনের সুখে
অনেক জনম ঘুরে এলাম!
চিরদিনই থাকবে একই... আমাদের এই ভালবাসা!
বলছি তোমার কানে কানে... আমার তুমি
বলছি আমার গানে গানে... আমার তুমি
Written by: Bappi Lahiri, Pulak Banerjee


