Lyrics

মন তোরে বলি যত
তুই চলেছিস তোরই মত
সাধ্য কি আমার ছুটি তোর পিছনে
মন বলি তুই ফিরে চা
মন ছাড়া কি যায়রে বাঁচা
তুই ছাড়া কে আর আছে এ জীবনে?
কি কারণ অকারণ
এত করিস জ্বালাতন?
ভাল লাগে না এ দোটানা
উচাটন সারাক্ষণ
বলনা, তুই বলনা, কেন এ ছলনা?
ও মন তুই বলনা ভালবাসি বলনা
বলনা, তুই বলনা, ভুলে গিয়ে ছলনা
একবার শুধু বলনা, ভালবাসি বলনা
এই কথা সেই কথা কত যে কথা বলিস
শুধু বলিস না মন কি কয়
ভালবাসা প্রেম-পিরিতি কত কিছু বুঝিস
শুধু বুঝিস না মন কি চায়
কি কারণ অকারণ
এত করিস জ্বালাতন?
ভাল লাগে না এ দোটানা
উচাটন সারাক্ষণ
বলনা, তুই বলনা, কেন এ ছলনা?
ও মন তুই বলনা, ভালবাসি বলনা (ভালবাসি বলনা...)
বলনা, তুই বলনা, ভুলে গিয়ে ছলনা
একবার শুধু বলনা, ভালবাসি বলনা
অন্তরটা দিলাম খুলে, দেখিস নাতো ফিরে
তোর মন বোঝাবি সন্ধ্যায়
হৃদয়টাও রেখেছি জমা, তাইতো আসি ফিরে
আর কিছুই দেবার তো নাই
কি কারণ অকারণ
এত করিস জ্বালাতন?
ভাল লাগে না এ দোটানা
উচাটন সারাক্ষণ
বলনা, তুই বলনা, কেন এ ছলনা?
ও মন তুই বলনা ভালবাসি বলনা (ভালবাসি বলনা...)
বলনা, তুই বলনা, ভুলে গিয়ে ছলনা
একবার শুধু বলনা, ভালবাসি বলনা
মন তোরে বলি যত
তুই চলেছিস তোরই মত
সাধ্য কি আমার ছুটি তোর পিছনে
মন বলি তুই ফিরে চা
মন ছাড়া কি যায়রে বাঁচা?
তুই ছাড়া কে আর আছে এ জীবনে
কি কারণ অকারণ
এত করিস জ্বালাতন?
ভাল লাগে না এ দোটানা
উচাটন সারাক্ষণ
বলনা, তুই বলনা, কেন এ ছলনা?
ও মন, তুই বলনা, ভালবাসি বলনা
বলনা, তুই বলনা, ভুলে গিয়ে ছলনা
একবার শুধু বলনা, ভালবাসি বলনা
Written by: Goonjohn Rahman, Hridoy Khan
instagramSharePathic_arrow_out

Loading...