Credits
PERFORMING ARTISTS
Bappa Mazumder
Performer
COMPOSITION & LYRICS
Bappa Mazumder
Composer
Sankor Shaojal
Songwriter
Lyrics
বেঁচে থাক গহীন নদী
অথই পুকুর, অরণ্য ফুল-ফল
বেঁচে থাক সবুজ-শ্যামল
প্রাণের স্বদেশ, স্নিগ্ধ সুনির্মল
স্নিগ্ধ সুনির্মল
বেঁচে থাক সবুজ, বেঁচে থাক
বেঁচে থাক সবুজ, বেঁচে থাক
বেঁচে থাক সবুজ, বেঁচে থাক
বেঁচে থাক সবুজ, বেঁচে থাক
বেঁচে থাক সবুজ-শ্যামল
প্রাণের স্বদেশ, স্নিগ্ধ সুনির্মল
স্নিগ্ধ সুনির্মল
বেঁচে থাক সবুজ, বেঁচে থাক
বেঁচে থাক সবুজ, বেঁচে থাক
বেঁচে থাক সবুজ, বেঁচে থাক
বেঁচে থাক সবুজ, বেঁচে থাক
যদি না থাকে পাখি, উধাও সবুজ
না শুনি নদীর প্রাণ কলতান
যদি বুনোফুলেরা না ফোটে বনে
প্রজাপতি রঙ হারায় মন
কেমন করে বাঁচবো বলো
প্রাণ খুলে গাবো জীবনের জয়গান
জীবনের জয়গান
বেঁচে থাক সবুজ, বেঁচে থাক
বেঁচে থাক সবুজ, বেঁচে থাক (জীবনের জয়গান)
বেঁচে থাক সবুজ, বেঁচে থাক
বেঁচে থাক সবুজ, বেঁচে থাক (জীবনের জয়গান)
বেঁচে থাক গহীন নদী
অথই পুকুর, অরণ্য ফুল-ফল
বেঁচে থাক সবুজ-শ্যামল
প্রাণের স্বদেশ স্নিগ্ধ সুনির্মল (সুনির্মল)
স্নিগ্ধ সুনির্মল
স্নিগ্ধ সুনির্মল
স্নিগ্ধ সুনির্মল
বেঁচে থাক সবুজ, বেঁচে থাক
বেঁচে থাক সবুজ, বেঁচে থাক
বেঁচে থাক সবুজ, বেঁচে থাক
বেঁচে থাক সবুজ, বেঁচে থাক
Written by: Bappa Mazumder, Sankor Shaojal

