Lyrics

মাধবী-মধুপে হলো মিতালি এই বুঝি জীবনের মধু গীতালি মাধবী-মধুপে হলো মিতালি এই বুঝি জীবনের মধু গীতালি জ্বলে দেখি জোনাকি মন হলো আনমনা কি? মাধবী-মধুপে হলো মিতালি এই বুঝি জীবনের মধু গীতালি তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো? তাই কি নয়ন মধুর স্বপ্নে জড়ানো? তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো? তাই কি নয়ন মধুর স্বপ্নে জড়ানো? যদি চুপি চুপি কথা বলে মন সেই কথা বলো কভু যায় শোনা কি? জ্বলে দেখি জোনাকি মন হলো আনমনা কি? মাধবী-মধুপে হলো মিতালি এই বুঝি জীবনের মধু গীতালি এই যে এত আলো হাসি কখনো আগে জাগেনি নিজেরে তো আর কোনোদিন এমন করে ভালো লাগেনি এই যে এত আলো হাসি কখনো আগে জাগেনি নিজেরে তো আর কোনোদিন এমন করে ভালো লাগেনি ওগো পরানের কবি মোর আজ হাতে বাঁশি তুলে নাও উৎসব এ লগন সুরে সুরে দাও ভরে দাও আজ চোখে চোখে চেয়ে সারারাত হবে শুধু আকাশের তারা গোনা কি? জ্বলে দেখি জোনাকি মন হলো আনমনা কি? মাধবী-মধুপে হলো মিতালি এই বুঝি জীবনের মধু গীতালি মাধবী-মধুপে হলো মিতালি এই বুঝি জীবনের মধু গীতালি
Writer(s): Shyamal Mitra, Gouri Prasanna Majumdar Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out