Credits
COMPOSITION & LYRICS
Sami Khan
Songwriter
Lyrics
বাংলাদেশের বিআইটিএসের তথ্য মতে আমাদের দেশে বেকারত্বের সংখ্যা ৩৩.৩২ শতাংশ
শিক্ষিত হয়ে আজ
কেন আমরা বেকার
বেকারত্ব দূর হক সাথে অত্তাচ্যার
গরে তুলি আমরা শত্তের পাহার
মিত্থা দূর করি সাথে অত্তাচ্যার
মিত্থা দূর করি সাথে অত্তাচ্যার
শিক্ষিত সমাজ
কী আর দরকার
পড়াশোনা করে
হয়েছো বিদ্যান
চাকরির কথা
ভাবছো তুমি
পেয়ে যাবে
খুব সহজেই চাকরি
তোমার মতো আজ কত গ্যানি আছে
তারপরও তারা কেন আজ বেকার আছে
জীবনের সংগ্রামে বেঁচে আছে তারা
মাথায় চিন্তা আছে
বুকে বেথা আছে
শিক্ষিত হয়ে আজ
কেন আমরা বেকার
বেকারত্ব দূর হক সাথে অত্তাচ্যার
গরে তুলি আমরা শত্তের পাহার
মিত্থা দূর করি সাথে অত্তাচ্যার
চাকরি পেতে গেলে
চাইবে ঘুষ
দেশে কেনো এতো
অসত মানুষ
সরকারের প্রোয়োজন সঠিক ব্যবসথা
আপন মানুশ এর উপর নাই আশথা
এত কেন দেশে শিক্ষিতো বেকার
দেশে কেনে এতো বেকারত্ব হার
দেশের কখন উন্নতি হবে
শিক্ষিতো মানুষ গুল চাকরি পাবে
তবেই তো হবে দরিদ্র থেকে মুক্তি
শিক্ষিতো মানুষ গুল চাকরি পাবে
তবেই তো হবে দরিদ্র থেকে মুক্তি
শিক্ষিত মানুষ আগামীর রূপ
তারা হলো আমাদের গৌরবের মুখ
দশে মিলে করি কাজ হারি জিতি
নাহি লাজ
তবেই তো হবে সত্যের সমাজ
অসত পথ থেকে লও সম্পদ
হাশরের ময়দানে হিশাব দিতে হবে
অসত কাজ থেকে মুক্তি নিতে হবে
তবেই তো হবে সত্যের সমাজ
তবেই তো হবে সত্যের সমাজ
শিক্ষিত হয়ে আজ
কেন আমরা বেকার
বেকারত্ব দূর হক সাথে অত্তাচ্যার
গরে তুলি আমরা শত্তের পাহার
মিত্থা দূর করি সাথে অত্তাচ্যার
Written by: Sami Khan