Lyrics
Coke Studio Bangla
Season one
(লী-বা-লি-লা, লী-বা-লি-লা)
(লী-বা-লি-লা, লী-বা-লি-লা)
(লী-বা-লি-লা, লী-বা-লি-লা)
(লীলা, লীলা, লীলা, লীলা)
(লীলাবালি-লীলাবালি-লীলাবালি-লীলাবালি)
লীলাবালি, লীলাবালি
বড়ো যুবতী, সইগো
বড়ো যুবতী, সইগো
কী দিয়া সাজাইমু তরে?
লীলাবালি, লীলাবালি
বড়ো যুবতী, সইগো
বড়ো যুবতী, সইগো
কী দিয়া সাজাইমু তরে?
মাথা চাইয়া টিকা দিমু
জড়োয়া লাগাইয়া, সইগো
পিন্দন চাইয়া শাড়ি দিমু
ওড়না লাগাইয়া, সইগো
কানো চাইয়া কানফুল দিমু
পান্না লাগাইয়া, সইগো
পান্না লাগাইয়া, সইগো
কী দিয়া সাজাইমু তরে?
কানো চাইয়া কানফুল দিমু
পান্না লাগাইয়া, সইগো
পান্না লাগাইয়া, সইগো
কী দিয়া সাজাইমু তরে?
(লীলাবালি-লীলাবালি)
(লীলা-বালি-লীলা-বালি-লীলা)
(লীলাবালি-লীলাবালি)
(লীলাবালি-লীলাবালি)
(লীলাবালি-লীলাবালি-লীলা)
নাক চাইয়া কেশর দিমু
চুনিয়া লাগাইয়া, সইগো
হাত চাইয়া বালা দিমু
মতিয়া লাগাইয়া, সইগো
পাও চাইয়া পাঝর দিমু
ঘুঙুর ও লাগাইয়া, সইগো
ঘুঙুর ও লাগাইয়া, সইগো
কী দিয়া সাজাইমু তরে?
পাও চাইয়া পাঝর দিমু
ঘুঙুর ও লাগাইয়া, সইগো
ঘুঙুর ও লাগাইয়া, সইগো
কী দিয়া সাজাইমু তরে?
ভাবের দেশে থাকো কন্যা গো, কন্যা
ভাবের দেশে বাড়ি
ভাবের দেশে থাকো কন্যা গো, কন্যা
ভাবের দেশে বাড়ি
আমারে বানাইবানি তোমার প্রেমের কাণ্ডারি?
আমারে বানাইবানি তোমার প্রেমের কাণ্ডারি?
(উড়ু উড়ু মেঘ হয়ে উড়িয়া বেড়াও)
(উড়ু উড়ু মেঘ হয়ে উড়িয়া বেড়াও)
উড়ু উড়ু মেঘ হয়ে উড়িয়া বেড়াও
পাড়ার লোকে বলে তুমি বদলে নাকি যাও
উড়ু উড়ু মেঘ হয়ে উড়িয়া বেড়াও
পাড়ার লোকে বলে তুমি বদলে নাকি যাও
তবু তোমার সাথে রাখো গো, কন্যা
নাহি ছাড়াছাড়ি
তবু তোমার সাথে রাখো গো, কন্যা
নাহি ছাড়াছাড়ি
আমারে বানাইবানি তোমার প্রেমের কাণ্ডারি?
আমারে বানাইবানি তোমার প্রেমের কাণ্ডারি?
(তবু তোমার সাথে রাখো গো, কন্যা)
(লীলাবালি-লীলাবালি-লীলাবালি-লী)
(ভাবের দেশে থাকো কন্যা গো, কন্যা)
(লীলাবালি-লীলাবালি-লীলাবালি-লী)
(তবু তোমার সাথে রাখো গো, কন্যা)
(লীলাবালি-লীলাবালি-লীলাবালি-লী)
(ভাবের দেশে থাকো কন্যা গো, কন্যা)
(লীলাবালি-লীলাবালি-লীলাবালি-লী)
Written by: Bari Siddiqui, Radharaman Dutta, Shahidullah Faraizee, Shayan Chowdhury Arnob