Credits
PERFORMING ARTISTS
Firoza Begum
Performer
COMPOSITION & LYRICS
Kazi Nazrul Islam
Composer
Lyrics
শাওন রাতে যদি
স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে
নয়নে বারি ঝরে
শাওন রাতে যদি
স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে
নয়নে বারি ঝরে
শাওন রাতে যদি
ভুলিয়ো স্মৃতি মম
নিশীথ স্বপন সম
ভুলিয়ো স্মৃতি মম
নিশীথ স্বপন সম
আঁচলের গাঁথা মালা
ফেলিয়ো পথ পরে
বাহিরে ঝড় বহে
নয়নে বারি ঝরে
শাওন রাতে যদি
ঝুরিবে পুবালি বায়
গহন দূর বনে
রহিবে চাহি তুমি
একেলা বাতায়নে
ঝুরিবে পুবালি বায়
গহন দূর বনে
রহিবে চাহি তুমি
একেলা বাতায়নে
বিরহী কুহু কেকা
গাহিবে নীপ-শাখে
যমুনা নদী পাড়ে
শুনিবে কে যেন ডাকে
বিরহী কুহু কেকা
গাহিবে নীপ-শাখে
যমুনা নদী পাড়ে
শুনিবে কে যেন ডাকে
বিজলী দীপ শিখা
খুঁজিবে তোমায় প্রিয়া
দু'হাতে ঢেকো আঁখি
যদি গো জলে ভরে
বাহিরে ঝড় বহে
নয়নে বারি ঝরে
শাওন রাতে যদি
স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে
নয়নে বারি ঝরে
শাওন রাতে যদি
স্মরণে আসে মোরে
Written by: Kazi Nazrul Islam

