Lyrics

আজকের এই নিশী ভালোবাসি ভালোবাসি নিকষ মেঘে তোমার ওই চোখ দেখেছি আজি আমি আজকের এই নিশী ভালোবাসি ভালোবাসি নিকষ মেঘে তোমার ওই চোখ দেখেছি আজি আমি মৃদু বাতাস বলে, ছিলে সেই তুমি তোমারই মোহে হারাই আমি মৃদু বাতাস বলে, ছিলে সেই তুমি তোমারই মোহে হারাই আমি নিজেকে যে খুঁজে ফিরি তোমার প্রেমের সুখসারি আজকের এই নিশী ভালোবাসি ভালোবাসি নিকষ মেঘে তোমার ওই চোখ দেখেছি আজি আমি যখন দাঁড়াও এসে, ভুলে যায় সবই হৃদয়ের সব কথা বলে দেই আমি যখন দাঁড়াও এসে, ভুলে যায় সবই হৃদয়ের সব কথা বলে দেই আমি তোমারই যে চিরদিনই রবো আমি তোমারই আজকের এই নিশী ভালোবাসি ভালোবাসি নিকষ মেঘে তোমার ওই চোখ দেখেছি আজি আমি আজকের এই নিশী ভালোবাসি ভালোবাসি নিকষ মেঘে তোমার ওই চোখ দেখেছি আজি আমি
Writer(s): Hridoy Khan, Milon Mahmood Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out