Credits

PERFORMING ARTISTS
Talat Mahmood
Talat Mahmood
Performer
COMPOSITION & LYRICS
Shyamlal Gupta Prashad
Shyamlal Gupta Prashad
Songwriter

Lyrics

যেথা রামধনু ওঠে হেসে
আরও ফুল ফোটে ভালোবেসে
বল তুমি যাবে কিগো সাথে
এই পথ গেছে সেই দেশে
যেথা রামধনু ওঠে হেসে
যেথা সব তিথি মধু তিথি
মধু মাস জেগে থাকে নিতি
যেথা সব তিথি মধু তিথি
মধু মাস জেগে থাকে নিতি
মন যেন প্রজাপতি হয়ে
পাখা মেলে দিয়ে চলে দেশে
যেথা রামধনু ওঠে হেসে
আরও ফুল ফোটে ভালোবেসে
বল তুমি যাবে কিগো সাথে
এই পথ গেছে সেই দেশে
যেথা রামধনু ওঠে হেসে
যেথা শুধু আলো শুধু আশা
সারাবেলা করে কানাকানি
চিরচেনা হয়ে পাশে থেকে
হয় মনে মনে জানাজানি
যেথা হাত খানি হাতে বাধা
বেনুবীণা একই সুরে সাধা
তাই যত কথা বলা বাকি
তাই গান হয়ে তার রেশে
যেথা রামধনু ওঠে হেসে
আরও ফুল ফোটে ভালোবেসে
বল তুমি যাবে কিগো সাথে
এই পথ গেছে সেই দেশে
যেথা রামধনু ওঠে হেসে
Written by: Shyamlal Gupta Prashad
instagramSharePathic_arrow_out

Loading...