Lyrics

প্রেম কী বুঝিনি, আগে তো খুঁজিনি
আজ কী হলো রে আমার
তুই তো ছিলি বেশ লুকিয়ে ভিনদেশ
ইচ্ছে নিয়ে পালাবার
তুই ছাড়া না এ মন বাঁচে
তুই ছাড়া বল কে আর আছে
আয়, চলে আয়, আমার কাছে আয় (আয়-আয়-আয়)
মন মাতাল যাবেই তোর সাথে
এই ভাবেই হারাবে তোর সাথে
রাত-সকাল লিখছে তোর হাতে নাম
মন মাতাল যাবেই তোর সাথে
এই ভাবেই হারাবে তোর সাথে
রাত-সকাল লিখছে তোর হাতে নাম
প্রেম কী বুঝিনি, আগে তো খুঁজিনি
আজ কী হলো রে আমার
তুইও ছিলি বেশ লুকিয়ে ভিনদেশ
ইচ্ছে নিয়ে পালাবার
তুই ছাড়া না এ মন বাঁচে
তুই ছাড়া বল কে আর আছে
আয়, চলে আয়, আমার কাছে আয় (আয়-আয়-আয়)
ইচ্ছেরা মেলেছে আজ ডানা
তোর সাথে পালাতে নেই মানা
ভেঙে দে সব সীমানার লাগাম
ইচ্ছেরা মেলেছে আজ ডানা
তোর সাথে পালাতে নেই মানা
ভেঙে দে সব সীমানার লাগাম
প্রেম কী বুঝিনি, আগে তো খুঁজিনি
আজ কী হলো রে আমার
তুইও ছিলি বেশ লুকিয়ে ভিনদেশ
ইচ্ছে নিয়ে পালাবার
তুই ছাড়া না এ মন বাঁচে
তুই ছাড়া বল কে আর আছে
আয়, চলে আয়, আমার কাছে আয় (আয়-আয়-আয়)
Written by: Jeet Gannguli, Prasen
instagramSharePathic_arrow_out

Loading...