album cover
Tomake Chere Ami
20,023
Soundtrack
Tomake Chere Ami was released on July 25, 2014 by SVF MUSIC as a part of the album Bindaas (Original Motion Picture Soundtrack) [Original] - EP
album cover
Release DateJuly 25, 2014
LabelSVF MUSIC
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM93

Credits

PERFORMING ARTISTS
Habib Wahid , Tulsi Kumar
Habib Wahid , Tulsi Kumar
Performer
COMPOSITION & LYRICS
Habib Wahid , Tulsi Kumar
Habib Wahid , Tulsi Kumar
Composer
S.A.H Olike
S.A.H Olike
Lyrics
PRODUCTION & ENGINEERING
SVF
SVF
Producer

Lyrics

হে-হে... আ-হা-আ-হা-হা
হে-হে... আ-হা-আ-হা-হা...
হে-হে... আ-হা-আ-হা-হা
হে-হে... আ-হা-আ-হা-হা...
হো... তোমাকে ছেড়ে আমি কী নিয়ে থাকব?
ভালোবেসে যাব ওগো যত দিন বাঁচব
হেসোনা হেসোনা তুমি, জেনে রাখো তা
বলেতো দিয়েছি আমি হৃদয়ের কথা
হে-হে... আ-হা-আ-হা-হা
হে-হে... আ-হা-আ-হা-হা...
হো... তোমাকে ছেড়ে আমি কী নিয়ে থাকব?
ভালোবেসে যাব ওগো যত দিন বাঁচব
হেসোনা হেসোনা তুমি, জেনে রাখো তা
বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা...
হৃদয়ের কথা...
চাঁদেরও আলো দিয়ে মুখ খানি দেখব
পেয়ো নাকো লজ্জা, খুব কাছে রাখব
হো... চাঁদেরও আলো দিয়ে মুখ খানি দেখব
পেয়ো নাকো লজ্জা, খুব কাছে রাখব
না না এভাবে বলো না গো করো না বারণ
লাজ টুকু কেড়ে নিলে হবে যে মরণ
সইতে পারব না হারানোর ব্যাথা
বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা...
হে-হে... আ-হা-আ-হা-হা
হে-হে... আ-হা-আ-হা-হা...
হে-হে... আ-হা-আ-হা-হা
হে-হে... আ-হা-আ-হা-হা...
টিপ টিপ বৃষ্টিতে কি যে ভালো লাগছে
হৃদয়ের কথাগুলি শীষ দিয়ে ডাকছে
হো... টিপ টিপ বৃষ্টিতে কি যে ভালো লাগছে
হৃদয়ের কথাগুলি শীষ দিয়ে ডাকছে
এমন সুখ তুমি দিলে গো আমায়
কেড়ে নিতে পারবে না মরণও তোমায়
শেষ করে দিয়ে আজ সব নিরবতা
বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা...
হো... তোমাকে ছেড়ে আমি কী নিয়ে থাকব?
ভালোবেসে যাব ওগো যত দিন বাঁচব
হেসোনা হেসো না তুমি, জেনে রাখো তা
বলেতো দিয়েছি আমি হৃদয়ের কথা...
হৃদয়ের কথা...
Written by: Habib Wahid, S.A.H Olike
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...