Credits
PERFORMING ARTISTS
Nemesis
Performer
COMPOSITION & LYRICS
Zohad Reza Chowdhury
Songwriter
Lyrics
কতো কথা ঝরে ছিলো এই পথে
তবে এতো কথা দিয়ে কি হবে?
যদি নাই দেখি এই পথ চলে
যদি নাই থাকি তোমারই হয়ে
কবে এই কথাগুলো গাবো সুরে?
কবে এই কথা?
কবে এই কথাগুলো গাবো সুরে?
কবে এই কথা?
আমি ফিরে দেখি ভাঙ্গা আয়নাতে
এই শেষ রাতের গল্পগুলোকে
মনেরই বন্ধ জানালাতে
কথাগুলো আজও হারিয়ে
তবে তোমার কথা শুনে
কতটা পথ দেখবো ঘুরে!
কবে এই কথাগুলো গাবো সুরে?
কবে এই কথা?
কবে এই কথাগুলো গাবো সুরে?
কবে এই কথা?
কবে এই কথাগুলো গাবো সুরে?
কবে...?
কল্পনা আজ পেছনে ফিরে রয়
অন্ধ ভুবনে
কথাগুলো আজ জড়িয়ে একসাথে
অন্য কারও সুরে
কবে এই কথা...?
কবে...?
কবে এই কথাগুলো গাবো সুরে?
কবে এই কথা?
কবে এই কথাগুলো গাবো সুরে?
কবে...?
কবে এই কথা?
Written by: Zohad Reza, Zohad Reza Chowdhury