Music Video

Nemesis - Obocheton | Quarantine Sessions 4
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

COMPOSITION & LYRICS
Zohad Chowdhury
Zohad Chowdhury
Songwriter

Lyrics

বিনিদ্র প্রহর আমি হতাশায় যাচ্ছি একা কোন অজানায় পেছনে ফেলে সব স্মৃতিগুলো আমি অজানায় ভাবনাগুলো আজ মায়াময় কল্পনাতেই যেন থমকে রয় চেতনা মোর বিষণ্ণতায় একাকী যেন কষ্ট পায় আঁধারে যেন অশরীরি হাত বাড়িয়ে ডাকে আমায় ছুটেছি আজ আমি অজানায় কল্পনাটা যেন থমকে রয় ছুটেছি কল্পনা আর বাস্তবতা মিলে মিশে একাকার অনুভূতি প্রতিনিয়ত নতুন কোন আবিষ্কার সময় যেন বিষণ্ণতায় অস্থির আজ তার গতি সুখ দুঃখ একই সাথে মিশ্র এক অনুভূতি তবুও আঁধার রাখে ঘিরে এই আমায় ছুটেছি আমি পথের শেষ কোথায় চারিদিক শব্দহীন অনন্ত অসীম উজ্জ্বল আধারের মাঝে কায়াহীন কল্পনা আর বাস্তবতা মিলে মিশে একাকার অনুভুতি প্রতিনিয়ত নতুন কোন আবিষ্কার সময় যেন বিষণ্ণতায় অস্থির আজ তার গতি সুখ দুঃখ একই সাথে মিশ্র এক অনুভূতি
Writer(s): Zohad Chowdhury Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out