Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Rajib Shah
Lead Vocals
COMPOSITION & LYRICS
Nurul Islam
Songwriter
Lyrics
যদি আমায় ভালোবাসো
নব সেজে এসো
যদি আমায় ভালোবাসো
নব সেজে এসো
এসে বইসো আমার হৃদয় মন্দিরে
অনুরাগের বীণা বাজিয়ে
এসো হে দয়াল অপরূপ সাজিয়ে
অনুরাগের বীণা বাজিয়ে
অনুরাগের বীণা বাজিয়ে
খাজা খান জাহান ওলি বড় আউলিয়া
আজমিরে কুতুবে মইনুদ্দিন চিশতিয়া
খাজা খান জাহান ওলি বড় আউলিয়া
আজমিরে কুতুবে মইনুদ্দিন চিশতিয়া
বাগদাদে আলফেসানি মোহাম্মদের কাদ্রিয়া
আবার বু-আলি কালন্দর ছিলেন
খোয়াব খিযির খিজরিয়া
খোয়াব খিযির খিজরিয়া
শাহাজালাল জালালি তোমার প্রেমের দুলালি
শাহাজালাল জালালি তোমার প্রেমের দুলালি
উয়াইস করনি পাগল আসিয়ে
অনুরাগের বীণা বাজিয়ে
এসো হে দয়াল অপরূপ সাজিয়ে
অনুরাগের বীণা বাজিয়ে
অনুরাগের বীণা বাজিয়ে
সৃষ্টি হয়ে নবী গোপন বেশে
৭০ হাজার বছর ছিলেন ময়ূরের বেশে
সৃষ্টি হয়ে নবী গোপন বেশে
৭০ হাজার বছর ছিলেন ময়ূরের বেশে
অধীন কাঙ্গাল বলে পাপী তাপী উম্মতের লাগিয়া
আবার অবশেষে আসলেন নবী
মানুষের রুপ ধরিয়া
মানুষের রুপ ধরিয়া
তুমি সল্লেওয়ালা, তুমি কামলিওয়ালা
নবী, তুমি সল্লেওয়ালা, তুমি কামলিওয়ালা
নুর পেয়ালি নুরাতুন হয়ে
অনুরাগের বীণা বাজিয়ে
এসো হে দয়াল অপরূপ সাজিয়ে
অনুরাগের বীণা বাজিয়ে
অনুরাগের বীণা বাজিয়ে
Written by: Nurul Islam