Top Songs By Kumar Bishwajit
Credits
PERFORMING ARTISTS
Kumar Bishwajit
Vocals
COMPOSITION & LYRICS
Kumar Bishwajit
Composer
Liton Adhikari Rintu
Songwriter
PRODUCTION & ENGINEERING
Kumar Bishwajit
Producer
Lyrics
সবাই বলে ভুইলা যা
কেমন কইরা আমি ভুলি রে
যার লাইগা
হৃদয় পুইড়া কয়লা রে, মন ময়না রে
কেমন কইরা ভুলি যে তারে
সবাই বলে ভুইলা যা
হইলো জীবন বালুচর
আপন হইলো আমার পর রে
তবু তারে
এই অন্তরে রাখি রে, মন ময়না রে
কেমন কইরা ভুলি যে তারে
সবাই বলে ভুইলা যা
দিনে রাইতে আষাঢ় মাস
দু'চোখে দিয়া আমার ঝরে রে
হৃদয় ভরা
প্রেমের খরা রইলো রে, মন ময়না রে
কেমন কইরা ভুলি যে তারে
সবাই বলে ভুইলা যা
কেমন কইরা আমি ভুলি রে
যার লাইগা
হৃদয় পুইড়া কয়লা রে, মন ময়না রে
কেমন কইরা ভুলি যে তারে
সবাই বলে ভুইলা যা
Written by: Kumar Bishwajit, Liton Adhikari Rintu