Music Video

Tore Putuler Moto || তোরে পুতুলের মতো || Kumar Bishwajit || New Bangla Song | Official Lyrical Video
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Kumar Bishwajit
Kumar Bishwajit
Performer
COMPOSITION & LYRICS
Nakib Khan
Nakib Khan
Composer
Abdullah Al Mamun
Abdullah Al Mamun
Songwriter

Lyrics

তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখবো আমি নেই নেই নেই রে আমি নেই নেই নেই রে যেন তোরই মাঝে হারিয়ে গেছি তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখবো তোর রিনিঝিনি কাঁকনের ছন্দ নির্ঘুম স্বপ্নে বাজে রে আর নন্দিত বাঁধনের শিহরণ দু'চোখের জানালায় জাগে রে তোরে রংধনু সাত রঙ রাঙিয়ে ফুলদানি সাজিয়ে রাখবো আর কপালেতে নীল টিপ পড়িয়ে প্রেমেরই আল্পনা আঁকবো আমি নেই নেই নেই রে আমি নেই নেই নেই রে যেন তোরই মাঝে হারিয়ে গেছি তোর ভাবনার করিডোরে সারাদিন হেঁটে হেঁটে যেন আমি মরেছি আর স্বপ্নেতে জেগে জেগে পাহারা অধরেতে ঠাঁই করে নিয়েছি তোরে বুকেরই কারাগারে চিরদিন বন্দী করে আমি রাখবো আর শূন্য জীবনে আমারই অনিমেষ জড়িয়ে যে রাখবো আমি নেই নেই নেই রে আমি নেই নেই নেই রে যেন তোরই মাঝে হারিয়ে গেছি তোরে পুতুলের মত করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখবো আমি নেই নেই নেই রে আমি নেই নেই নেই রে আমি নেই নেই নেই রে আমি নেই নেই নেই রে আমি নেই নেই নেই রে আমি নেই...
Writer(s): Abdullah Al Mamun, Nakib Khan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out