Vídeo musical

Vídeo musical

Créditos

PERFORMING ARTISTS
Utpala Sen
Utpala Sen
Performer
COMPOSITION & LYRICS
Gauri Prasanna Mazumder
Gauri Prasanna Mazumder
Songwriter

Letras

ময়ুরপঙ্খি ভেসে যায়
রামধনু জ্বলে তার গায়
ময়ুরপঙ্খি ভেসে যায়
রামধনু জ্বলে তার গায়
কোন প্রবালের দ্বীপে ভেসে যায়
যেথা তুমি ছাড়া আর কেহ নাই
এই তরী যেথা গান গায়
ময়ুরপঙ্খি ভেসে যায়
রামধনু জ্বলে তার গায়
সেথা নাই ব্যথা, নাই আঁখিজল
নাই পৃথিবীর এই কোলাহল
সেথা নাই ব্যথা, নাই আঁখিজল
নাই পৃথিবীর এই কোলাহল
সেথা মন শুধু হারাতে যে চায়
ময়ুরপঙ্খি ভেসে যায়
রামধনু জ্বলে তার গায়
কে ঐ ডাকে আমায়
রূপকথা ভরা সেই দেশ
জানি না কবে কোথায়
এই চলা হবে শেষ
কতদূর, আর কতদূর
প্রাণে বাজে নিরাশার সুর
মোর ঘুম-মাঝি শুধু দাঁড় বায়
ময়ুরপঙ্খি ভেসে যায়
রামধনু জ্বলে তার গায়
ময়ুরপঙ্খি ভেসে যায়
রামধনু জ্বলে তার গায়
Written by: Gauri Prasanna Mazumder, Satinath Mukherjee
instagramSharePathic_arrow_out

Loading...