Créditos
PERFORMING ARTISTS
Sailen Mukherjee
Performer
COMPOSITION & LYRICS
Ananda Mukherjee
Songwriter
Letras
সাগরের দুটি ঢেউ দুটি কূলে এসে
একটি কথাই যায় বলে
তুমি আজ আমার হলে
তুমি আজ আমার হলে
তোমার দুচোখ ভরা স্বপ্ন
আমায় করেছে আজ মগ্ন
একটি সে কথা নিয়ে বনের পাখি
আমার মনের কোণে ছন্দ তোলে
তুমি আজ আমার হলে
তুমি আজ আমার হলে
আকাশ, বাতাস জানি জানি
তোমায় নিয়েই কানাকানি, কানাকানি
আকাশ, বাতাস জানি জানি
তোমায় নিয়েই কানাকানি, কানাকানি
তাই তো তোমায় কাছে চেয়ে
হৃদয় আমার ওঠে গেয়ে
একটি সে কথা ভেবে এই লগনে
আমার নয়ন দুটি তন্দ্রা ভোলে
তুমি আজ আমার হলে
তুমি আজ আমার হলে
সাগরের দুটি ঢেউ দুটি কূলে এসে
একটি কথাই যায় বলে
তুমি আজ আমার হলে
তুমি আজ আমার হলে
Written by: Ananda Mukherjee

