Créditos

PERFORMING ARTISTS
S.D. Burman
S.D. Burman
Performer
COMPOSITION & LYRICS
Gauri Prasanna Mazumder
Gauri Prasanna Mazumder
Songwriter

Letras

পথ চেয়ে রবো
পথ চেয়ে রবো, আমি পথ চেয়ে রবো
পদধূলি হবো, আমি পদধূলি হবো
রবো, আমি পথ চেয়ে রবো
আজও খেলে বনছায়া বাতাসেরই সুরে
আধো চাঁদে জাগে মায়া, আছো কেন দূরে?
এ কী খেলা তব, বলো, এ কী খেলা তব?
রবো, আমি পথ চেয়ে রবো
পথ চেয়ে রবো, আমি পথ চেয়ে রবো
ওগো মালবিকা, এখনি যেও না, না, না, ঝরে
বলো কেন ব্যথা দেবে মোরে, মালবিকা গো?
আলো ভেবে ভুলে যেন ছায়া বুকে বাঁধি?
দূরে থেকে কেন মোরে করো অপরাধী?
ব্যথা বুকে লবো, তবু ব্যথা বুকে লবো
রবো, আমি পথ চেয়ে রবো
পথ চেয়ে রবো, আমি পথ চেয়ে রবো
Written by: Gauri Prasanna Mazumder, S.D. Burman
instagramSharePathic_arrow_out

Loading...