Letras

ধরো নাকো, ধরো নাকো, ধরো নাকো, ধরো নাকো ধরো নাকো, সান্ত্রীমশাই বলি, ধরো নাকো, ধরো নাকো, ধরো নাকো, ধরো নাকো ধরো নাকো, সান্ত্রীমশাই হাত কেন বাড়াও হাত কেন বাড়াও, ভাই ধরো না, ধরো না, ধরো না বলি, নড়ো নাকো, নড়ো নাকো, নড়ো নাকো, নড়ো নাকো ওইখানে দাঁড়াও, ভাই ওইখানে দাঁড়াও, ভাই আর বেশি সময় নাই, বেশি সময় নাই, বেশি সময় নাই তুমি এইদিকে চেয়ে থেকো না তুমি এইদিকে চেয়ে থেকো না, দেখো না, দেখো না এখন মোরা নই রাজার জামাই এখন মোরা নই রাজার জামাই মোরা করবো এখন ডাকাতি মোরা করবো এখন ডাকাতি রাতারাতি ডাকাতি রাতারাতি দেখে দুঃখ কেন পাও, কও তো দেখে দুঃখ কেন পাও, কও তো তুমি ওইদিকে ঘুরে রও তো ঘুরে রও তো, ঘুরে রও তো আহা, ঘোরো নাকো, ঘোরো নাকো, ঘোরো নাকো, ঘোরো নাকো ওইদিকে ঘোরো, ভাই সান্ত্রীমশাই, সান্ত্রীমশাই, সান্ত্রীমশাই
Writer(s): Satyajit Ray Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out