Vídeo musical
Vídeo musical
Créditos
PERFORMING ARTISTS
Sreeradha Banerjee
Performer
COMPOSITION & LYRICS
Sunil Baran
Songwriter
Letras
সাগরে যদি না ঢেউ লাগে
হৃদয়ে যদি না প্রেম জাগে
কী হবে, কী হবে, কী হবে
গিয়ে সে প্রেমের সায়রে?
সাগরে যদি না ঢেউ লাগে
হৃদয়ে যদি না প্রেম জাগে
কী হবে, কী হবে, কী হবে
গিয়ে সে প্রেমের সায়রে?
সাগরে যদি না ঢেউ লাগে
অকূলে যদি না কূল মেলে
মুক্তা যদি না কিছু পেলে
অকূলে যদি না কূল মেলে
মুক্তা যদি না কিছু পেলে
আলোর কী দাম যদি
আঁধার না এনে দেয়
কী হবে হারিয়ে সে
আলোর জোয়ারে
সাগরে যদি না ঢেউ লাগে
হৃদয়ে যদি না প্রেম জাগে
কী হবে, কী হবে, কী হবে
গিয়ে সে প্রেমের সায়রে?
সাগরে যদি না ঢেউ লাগে
বরষা দেয় না ভরসা
বরষা দেয় না ভরসা
আশার আগুন যার দ্বিগুণ জ্বলে
বুকে নেভে না সে তো সহসা
বরষা দেয় না ভরসা
বরষা দেয় না ভরসা
আশার আগুন যার দ্বিগুণ জ্বলে
বুকে নেভে না সে তো সহসা
জীবনে যদি না কেউ আসে
কখনো যদি না ভালোবাসে
জীবনে যদি না কেউ আসে
কখনো যদি না ভালোবাসে
ফাগুনে না আসে যদি রঙিন প্রজাপতি
কী হবে ফুলসাজে রঙের বাহারে
সাগরে যদি না ঢেউ লাগে
হৃদয়ে যদি না প্রেম জাগে
কী হবে, কী হবে, কী হবে
গিয়ে সে প্রেমের সায়রে?
সাগরে যদি না ঢেউ লাগে
হৃদয়ে যদি না প্রেম জাগে
Written by: Sunil Baran