Vídeo musical
Vídeo musical
Créditos
PERFORMING ARTISTS
Nachiketa Chakraborty
Performer
COMPOSITION & LYRICS
Nachiketa Chakraborty
Songwriter
Letras
বল না বল না কী হয়েছে তোর গানটা মানে
এটা খুব সহজ গান
এখন যে ধরনের গান হয়
সহজ কথায় সহজভাবে বলা হচ্ছে মানে
Overall India জুড়ে আরকি, সারা ভারতবর্ষ জুড়েই
যে খুব সহজ সহজ
क्या बोलती तू, क्या में बोलूं
এই যে, এটা একটা, একটা নিজস্ব, মানে এটা কোনো অশ্লীল বলা যাবে না কিন্তু
আমরা ঠিক যেভাবে কথা বলি
সেইভাবেই গানটা হচ্ছে আরকি
তো সেইখানে একটা শব্দ খালি ব্যবহার হচ্ছে যে
তোর রাতজাগা দুটো চোখে কাক ডাকা ভোর
এই যে জায়গাটা, এখানটায় একটা
এখানটায় একটা কাব্যমাত্রা আছে হয়তো
তোর রাতজাগা দুটো চোখে কাক ডাকা ভোর
এরকম আরকি
বল না বল না কি হয়েছে তোর
তুই তো বলতি ए दिल मांगे More
বল না বল না কি হয়েছে তোর
তুই তো বলতি ए दिल मांगे More
হো বল না বল না, বলেই ফেল না, নে 1 2 3 4
সত্যি কথা বলে দে না, আর করিস না Bore
ও রাতজাগা দুটো চোখে কাক ডাকা ভোর
তোর রাতজাগা দুটো চোখে কাক ডাকা ভোর
রাতজাগা দুটো চোখে কাক ডাকা ভোর
বলনা বলনা কি হয়েছে তোর
তুই তো বলতি ए दिल मांगे More
মাইরি বলছি বলব না না কাউকেই বলব না
তুই যদি কাল প্রশ্ন করিস তোকেও বলবো না
মাইরি বলছি বলব না না, কাউকেই বলবো না
তুই যদি কাল প্রশ্ন করিস তোকেও বলবো না
মুখ লুকিয়ে আসিস বসে যেন শালা চোর
কিসে এমন ভাবনাতে রয়েছিস বিভোর
তোর রাতজাগা দুটো চোখে কাক ডাকা ভোর
রাতজাগা দুটো চোখে কাক ডাকা ভোর
তোর রাতজাগা দুটো চোখে কাক ডাকা ভোর
এই তো কালকেই ভালো ছিলি একদম চাঙ্গা বিন্দাস
তোর বুকে কি বাঁধল বাসা ভালোবাসার ভাইরাস?
এই তো কালকেই ভালো ছিলি একদম চাঙ্গা বিন্দাস
তোর বুকে কি বাঁধল বাসা ভালোবাসার ভাইরাস?
উঠ না শালা ফুটে যাবে ঘঠি গায়েব তোর
प्यार किया तो डरना क्या रे, इश्क पर किया जोर
রাতজাগা দুটো চোখে কাক ডাকা ভোর
রাতজাগা দুটো চোখে কাক ডাকা ভোর
রাতজাগা দুটো চোখে কাক ডাকা ভোর
বল না বল না কি হয়েছে তোর
তুই তো বলতি ए दिल मांगे More
বল না বল না বলেই ফেল না নে 1 2 3 4
সত্যি কথা বলে দে না আর করিস না বোর
রাতজাগা দুটো চোখে কাক ডাকা ভোর
রাতজাগা দুটো চোখে কাক ডাকা ভোর
তোর রাতজাগা দুটো চোখে কাক ডাকা ভোর
তোর রাতজাগা দুটো চোখে কাক ডাকা ভোর
রাতজাগা
Written by: Nachiketa Chakraborty


