Créditos
PERFORMING ARTISTS
Sanghamitra Gupta
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
Letras
জয় তব বিচিত্র আনন্দ, হে কবি
জয় তোমার করুণা
জয় তব বিচিত্র আনন্দ, হে কবি
জয় তোমার করুণা
জয় তব ভীষণ সব-কলুষ-নাশন রুদ্রতা
জয় অমৃত তব, জয় মৃত্যু তব
জয় শোক তব, জয় সান্ত্বনা
জয় তব বিচিত্র আনন্দ, হে কবি
জয় তোমার করুণা
জয় পূর্ণজাগ্রত জ্যোতি তব
জয় পূর্ণজাগ্রত জ্যোতি তব
জয় তিমিরনিবিড় নিশীথিনী ভয়দায়িনী
জয় প্রেমমধুময় মিলন তব
জয় প্রেমমধুময় মিলন তব
জয় অসহ বিচ্ছেদবেদনা
জয় তব বিচিত্র আনন্দ, হে কবি
জয় তোমার করুণা
জয় তব ভীষণ সব-কলুষ-নাশন রুদ্রতা
জয় অমৃত তব, জয় মৃত্যু তব
জয় শোক তব, জয় সান্ত্বনা
জয় তব বিচিত্র আনন্দ, হে কবি
জয় তোমার করুণা
Written by: Rabindranath Tagore

