Vídeo musical
Vídeo musical
Créditos
PERFORMING ARTISTS
Chamok Hasan
Performer
COMPOSITION & LYRICS
Chamok Hasan
Composer
Sadat Hossain
Songwriter
Letras
আসমানে উইঠাছে চান, সেই চান তোমার লাহান
চানের ঐ মুখ চোক্ষে দেইখা মন হইলো আনচান
বাগানে ফুইটাছে ফুল, সেই ফুলে তোমারই ভুল
আমার গাঙে ঢেউ উঠাইয়া ভাঙিলো দুই কূল
আকূল হইয়া সেই ঢেউয়েতে ঘর ভাইঙ্গাছি
ও বন্ধু, তোমার লাইগা আমি আমার মন বাইন্ধাছি
আসমানে উইঠাছে চান, সেই চান তোমার লাহান
চানের ঐ মুখ চোক্ষে দেইখা মন হইলো আনচান
বাগানে ফুইটাছে ফুল, সেই ফুলে তোমারই ভুল
আমার গাঙে ঢেউ উঠাইয়া ভাঙিলো দুই কূল
আকূল হইয়া সেই ঢেউয়েতে ঘর ভাইঙ্গাছি
ও বন্ধু, তোমার লগে আমি আমার মন বাইন্ধাছি
শুধু আমি জাইনাছি
তোমার লাইগা, বন্ধু, আমার মন বাইন্ধাছি
জমিনে উইঠাছে বান, সেই বান তোমার লাহান
ঘর-দুয়ার ভাসায় নিয়া ভাসাইলো পরান
নাও ভাসাইলা নয়া মাঝি, তারি তরে ধরলাম বাজি
সেই বাজিতে সব হারাইয়া মাঝ দরিয়ায় ভাসি
ও সর্বনাশী
সর্বনাশী, আমি আমার ঘর ভাইঙ্গাছি
ও বন্ধু, তোমার লগে আমি আমার মন বাইন্ধাছি
শুধু আমি জাইনাছি
তোমার লাইগা, বন্ধু, আমার মন বাইন্ধাছি
বুকে বাইন্ধাছে অসুখ, সেই অসুখের তুমি ওষুধ
ফকির-কবরেজ মিছাই আসুক হইতে সাক্ষী-সাবুদ
নিশি-রাইতে ডাকে কে যে, চোখের জলে বালিশ ভিজে
সে বালিশে নিত্য জানে কী দুঃখ কার মাঝে
সে দুঃখের কান্দনে আমার ঘর ভাইঙ্গাছি
ও বন্ধু, তোমার লগে আমি আমার মন বাইন্ধাছি
শুধু আমি জাইনাছি
তোমার লাইগা, বন্ধু, আমার মন বাইন্ধাছি
আসমানে উইঠাছে চান, সেই চান তোমার লাহান
চানের ঐ মুখ চোক্ষে দেইখা মন হইলো আনচান
বাগানে ফুইটাছে ফুল, সেই ফুলে তোমারই ভুল
আমার গাঙে ঢেউ উঠাইয়া ভাঙিলো দুই কূল
আকূল হইয়া সেই ঢেউয়েতে ঘর ভাইঙ্গাছি
ও বন্ধু, তোমার লগে আমি আমার মন বাইন্ধাছি
শুধু আমি জাইনাছি
তোমার লাইগা, বন্ধু, আমার মন বাইন্ধাছি
শুধু আমি জাইনাছি
তোমার লাইগা, বন্ধু, আমার মন বাইন্ধাছি
শুধু আমি জাইনাছি
তোমার লাইগা, বন্ধু, আমার মন বাইন্ধাছি
Written by: Chamok Hasan, Sadat Hossain


