Letras
আছি আমি ঘরে, জানি আছো তোমরা সবাই
তবু কিছু মানুষ নীরবে আমাদের কারণে করছে লড়াই
জীবনকে বাজি রেখে দিচ্ছে সেবা অবিরাম
আজ এই গানে গল্প তাদের তোমায় জানিয়ে দিলাম
ভয় পেয়ো না, বন্ধু, ভয় পেয়ো না
আমাদের সাথে আছে কিছু সাহসী সেনা
যদি নিয়ম মানি, আমরাও জানি
প্রতিরোধ হয়
নির্ভীক মানুষ সামনে আছে
বলো আমাদের কী ভয়
জীবনকে বাজি রেখে দিচ্ছে সেবা অবিরাম
আজ এই গানে গল্প তাদের তোমায় জানিয়ে দিলাম
জয় হবে আমাদের, আমাদের বাঁচতে হবে
আসবে সোনালি সকাল নতুন এক আলো নিয়ে
জয় হবে আমাদের, আমাদের বাঁচতে হবে
আসবে সোনালি সকাল নতুন এক আলো নিয়ে
দূর থেকে প্রেম, চল হাত ধুই
শোনো please, তোমার mask কই?
২০ সেকেন্ড গনি, এক-দুই
দুষ্টু হলেও যে মানবোই
বাঁচার লড়াই (আমি বাঁচবো)
এটা বাঁচার লড়াই (বাঁচবো)
ঘর থেকে front line-এ তাই সালাম জানাই (go)
বাঁচার লড়াই (আমি বাঁচবো)
এটা বাঁচার লড়াই (বাঁচবো)
ঘর থেকে front line-এ তাই সালাম জানাই (huh)
জয় হবে আমাদের, আমাদের বাঁচতে হবে
আসবে সোনালি সকাল নতুন এক আলো নিয়ে
জয় হবে আমাদের, আমাদের বাঁচতে হবে
আসবে সোনালি সকাল নতুন এক আলো নিয়ে
Written by: sheikh a Almuqtadir


