Créditos

PERFORMING ARTISTS
S I Tutul
S I Tutul
Performer
COMPOSITION & LYRICS
Ali Akram Shuvo
Ali Akram Shuvo
Composer
Rafikuzzaman
Rafikuzzaman
Composer
Azad Mintu
Azad Mintu
Lyrics
Kabir Bakul
Kabir Bakul
Songwriter

Letras

ও... প্রিয়া ও... প্রিয়া
নিশ্বাস আমার তুমি জানে দুনিয়া
প্রিয়া আমার প্রিয়া,
নিশ্বাস আমার তুমি জানে দুনিয়া
প্রিয়া আমার প্রিয়া!
কিভাবে তোমায় ছাড়া আমি বাঁচি
যেওনা দূরে, থাক কাছাকাছি
তুমি দূরে গেলে প্রাণটা যাবে উড়িয়া!
নিশ্বাস আমার তুমি জানে দুনিয়া,
নিশ্বাস আমার তুমি জানে দুনিয়া
প্রিয়া আমার প্রিয়া
প্রিয়া আমার প্রিয়া
প্রিয়া আমার প্রিয়া
ওওহওওহহওও.
ওওহওওহহওও.
জীবন দিয়ে আমি ভালোবাসি তোমাকে
এখন বাঁচাও তুমি ভালবেসে আমাকে
শূন্য আমার এই ভূবন
যদি তোমায় না পায় এ মন,
শূন্য আমার এই ভূবন
যদি তোমায় না পায় এ মন!
ধংশ করব সব কিছু
ছাড়বো না তোমার পিছু,
যতই দূরে যাও প্রিয়া
যেন তুমি নাও প্রিয়া,
ওওহওওহহওও.
তুমি দূরে গেলে প্রাণটা যাবে উড়িয়া!
নিশ্বাস আমার তুমি জানে দুনিয়া
প্রিয়া আমার প্রিয়া,
নিশ্বাস আমার তুমি জানে দুনিয়া
প্রিয়া আমার প্রিয়া!
তোমার অপেক্ষাতে রব আমি দাঁড়িয়ে
প্রাণের প্রিয়া তুমি যেওনাত হরিয়ে,
স্বপ্ন তুমি দেখালে
বাঁচতে আমায় আমাকে,
স্বপ্ন তুমি দেখালে
বাঁচতে আমায় আমাকে!
জ্বলছে আগুন এই মনে,
আঁধার দেখি নয়নে!
তোমায় ছাড়া ও প্রিয়া
দিশেহারা ও প্রিয়া!
ওওহওওহহওও.
তুমি দূরে গেলে প্রাণটা যাবে উড়িয়া!
Written by: Ali Akram Shuvo, Azad Mintu, Kabir Bakul, Rafikuzzaman
instagramSharePathic_arrow_out

Loading...