Vídeo musical

Rongmoshal (From "Baba Baby O")
Mira el vídeo musical de {trackName} de {artistName}

Créditos

PERFORMING ARTISTS
Ishan Mitra
Ishan Mitra
Lead Vocals
Amit-Ishan
Amit-Ishan
Performer
COMPOSITION & LYRICS
Amit-Ishan
Amit-Ishan
Composer
Ritam Sen
Ritam Sen
Songwriter

Letras

এক চুমুক তোর চোখের দিস বরং আমায় গুনতে দিস তোর কপালের ঢেউ তোর চিবুক হাসলে তুই সময় থামায় তোর সাথে আজ অনেক দূর হাঁটবে বলে কেউ ডাক পাঠায়, রোদ্দুরে ভিজে যায় রংমশাল জ্বলে কোন ছোঁয়ায় সংগোপনের সুখ, ইচ্ছে অহেতুক স্বপ্নে আমার খুঁজেছি তোকেই তোর মুখের আদল, শঙ্খচিলের দল নিটোল ডানায় উড়ছে তো উড়ছেই ভাসে অথৈ একা চড়ুই খড়কুটো সে চায় ঘর বাঁধার ইচ্ছে তার তোর সাথে সাদা-কালো অলিগলি খুঁজছি তুই কোথায় এক পলক মিললে চোখ বলবো দাঁড়াতে কখনো যদি তুই পথ হারাস ভুল করে যদি তোর হাত বাড়াস সংগোপনের সুখ, ইচ্ছে অহেতুক স্বপ্নে আমার খুঁজেছি তোকেই তোর মুখের আদল, শঙ্খচিলের দল নিটোল ডানায় উড়ছে তো উড়ছেই
Writer(s): Amit-ishan, Ritam Sen Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out