Créditos
PERFORMING ARTISTS
Shilpa Rao
Performer
Jeet Gannguli
Performer
COMPOSITION & LYRICS
Jeet Gannguli
Composer
Prasen
Lyrics
PRODUCTION & ENGINEERING
SVF
Producer
Letras
এই মনের রেডিও
যদি বাজতে থাকে হায়
ঘরেতে ঘুমিয়ে আর কি থাকা যায়
এই মনের রেডিও
যদি হঠাৎ কেউ চালায়
ঘরেতে ঘুমিয়ে আর কি চলেরে কাউকে ছাড়া
দিল আওয়ারা
কেন দিল আওয়ারা
কেন রে মন মরা তুই ছাড়া
দিল আওয়ারা
কেন দিল আওয়ারা
কেন রে মন মরা তুই ছাড়া
দেখবি ঠিকই জিতে নেব
একদিন তোকে
দেখবি আমি সোনা হব
তোর নোলকে
এই দুনিয়া জানে আল্লাহ জানে
তুই আমার কে
আর তাইতো এলেও প্রেম দেব না
কাউকে তোকে ছাড়া
দিল আওয়ারা
কেন দিল আওয়ারা
কেন রে মন মরা তুই ছাড়া
দিল আওয়ারা
কেন দিল আওয়ারা
কেন রে মন মরা তুই ছাড়া
শুধু জানবি আমি হতেও পারি
একটু বাজে
তবে সুযোগ পেলে বেআক্কেলে
আমিও কাজের
এই শহর জানে বৃষ্টি জানে
তুই আমার কে
আর তাইতো এলেও প্রেম দেব না
কাউকে তোকে ছাড়া
দিল আওয়ারা
কেন দিল আওয়ারা
কেন রে মন মরা তুই ছাড়া
দিল আওয়ারা
কেন দিল আওয়ারা
কেন রে মন মরা তুই ছাড়া
এই মনের রেডিও
যদি বাজতে থাকে হায়
ঘরেতে ঘুমিয়ে আর কি থাকা যায়
এই মনের রেডিও
যদি হঠাৎ কেউ চালায়
ঘরেতে ঘুমিয়ে আর কি চলেরে কাউকে ছাড়া
দিল আওয়ারা
কেন দিল আওয়ারা
কেন রে মন মরা তুই ছাড়া
দিল আওয়ারা
কেন দিল আওয়ারা
কেন রে মন মরা তুই ছাড়া Prasen
Written by: Jeet Gannguli, Prasen