Letras

নন্দিনী, ও নন্দিনী তোমায় দেখে হৃদয় হলো fast তুমি আমার এবার পুজোর অবাধ্য bomb blast এবার যেন অন্যরকম পুজো? আগের বছর ছিলাম কোথায় দু'জন? চতুর্থীতেই পাখনা কেনা শুরু মনের মালিক আসল নাটের গুরু তুমি, আমি এ পঞ্চমী হুম, তুমি, আমি এ পঞ্চমী থাকছি পাশে তাই পুজো, পুজো, পুজোয় প্রেমের গন্ধ লেগেছে তোমার আমার ভালোবাসার গল্প জমেছে পুজো, পুজো, পুজোয় প্রেমের গন্ধ লেগেছে তোমার আমার ভালোবাসার গল্প জমেছে ষষ্ঠীর সকাল খুব বেসামাল শাড়ির ভাঁজে নজর কারার ইচ্ছে সাধের সানাই, বাজাতে চাই কিন্তু এ মন বারণ করেই দিচ্ছে এ সপ্তমীটার ইচ্ছে দেদার ফুচকা খাওয়ার ফন্দি পেটে আটল সাজতে লাগে অনেক সময় ইচ্ছে আমার বড্ড বেগার খাটল তুমি, আমি আর অষ্টমী, প্যান্ডেলে রাত একটু ফাঁকা সময় পেলেই क्या बात, क्या बात পুজো, পুজো, পুজোয় প্রেমের গন্ধ লেগেছে তোমার আমার ভালোবাসার গল্প জমেছে পুজো, পুজো, পুজোয় প্রেমের গন্ধ লেগেছে তোমার আমার ভালোবাসার গল্প জমেছে নবমীর দিন অল্প রঙিন ভুগলো এ মন দিন ফুরোনোর risk-এ চলনা বাপি, রাস্তা মাপি আশের পাশের কাছের কোনো ডিস্কে দশমীটারও হয় মন খারাপ এগিয়ে আসে মায়ের যাওয়ার ঘণ্টা আশায় থাকি, আসছে বছর আবার উড়ুক এমনভাবেই মনটা তু্মি, আমি কি দুষ্টুমি পুষছি মনে তাই গোটা বছর এমনি কাটুক এরমভাবেই চাই পুজো, পুজো, পুজোয় প্রেমের গন্ধ লেগেছে তোমার আমার ভালোবাসার গল্প জমেছে পুজো, পুজো, পুজোয় প্রেমের গন্ধ লেগেছে তোমার আমার ভালোবাসার গল্প জমেছে পুজো, পুজো, পুজোয় প্রেমের গন্ধ লেগেছে তোমার আমার ভালোবাসার গল্প জমেছে (বলো দুগ্গা মাঈকী) (আসছে বছর আবার হবে, বলো দুগ্গা মাঈকী) (আসছে বছর আবার হবে, বলো দুগ্গা মাঈকী) (আসছে বছর আবার হবে) (বলো দুগ্গা মাঈকী) (আসছে বছর আবার হবে, বলো দুগ্গা মাঈকী) (আসছে বছর আবার হবে, বলো দুগ্গা মাঈকী জয়)
Writer(s): Prasen, Indraadip Dasgupta Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out