Vídeo musical

Mon Kyamoner Jonmodin | মন কেমনের জন্মদিন - Mekhla Dasgupta | Bhumika Banerjee | Ananjan Studio
Mira el vídeo musical de {trackName} de {artistName}

Créditos

PERFORMING ARTISTS
Mekhla Dasgupta
Mekhla Dasgupta
Performer
COMPOSITION & LYRICS
Ranajoy Bhattacharjee
Ranajoy Bhattacharjee
Lyrics
PRODUCTION & ENGINEERING
SVF
SVF
Producer

Letras

কেন রোদের মতো হাসলে না আমায় ভালোবাসলে না আমার কাছে দিন ফুরালেও আসলে না এই মন কেমনের জন্মদিন চুপ করে থাকা কঠিন তোমার কাছে খরস্রোতাও গতিহীন নতুন সকালগুলো কপাল ছুঁলো তোমারই দূরে গেলেও এটাই সত্যি, তুমি আমারই শুধু আমারই রোদের মতো হাসলে না আমায় ভালোবাসলে না আমার কাছে দিন ফুরালেও আসলে না জলে ভেজা, চোখ বোজা ঘুম খোঁজা ভোর নিশানা তির, স্মৃতির ভীড় এলোমেলো ঘরদোর জলে ভেজা, চোখ বোজা ঘুম খোঁজা ভোর নিশানা তির, স্মৃতির ভীড় এলোমেলো ঘরদোর মেঘ আসে এলোকেশে ছুঁয়ে দিলেই সব চুপ সেই মেঘবালিকার গল্প হোক শহরজুড়ে বৃষ্টি হোক রোদ্দুর হোক আজ শুধুই তার ডাকনাম পাতাভরা শব্দ-টুকরোরা কালবৈশাখীর মতো মুখচোরা সব ভিজে যাক, শুধু বেঁচে থাক অভিমান নতুন সকালগুলো কপাল ছুঁলো তোমারই বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই শুধু আমারই
Writer(s): Ranajoy Bhattacharjee Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out