Vídeo musical

Mone Rekho Amar Ei Gaan (Male)
Mira el vídeo musical de {trackName} de {artistName}

Créditos

PERFORMING ARTISTS
Sonu Nigam
Sonu Nigam
Performer
COMPOSITION & LYRICS
Jeet Gannguli
Jeet Gannguli
Composer
Gautam Susmit
Gautam Susmit
Lyrics
PRODUCTION & ENGINEERING
SVF
SVF
Producer

Letras

মনে রেখো আমার এ গান শুধু, মনে রেখো আমার এ গান শুধু, মনে রেখো আমার এ গান কত যে কথা মনে লুকোনো হয়নি তোমাকে আজও শোনানো হয়নি তোমাকে আজও শোনানো বলে যায় আমার এ গান আজ বলে যায় আমার এ গান মনে রেখো আমার এ গান শুধু, মনে রেখো আমার এ গান শুধু, মনে রেখো আমার এ গান তুমি কি জান কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালো সে বাসে তুমি কি জান কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালো সে বাসে তার মনের যত কথা তার গোপন প্রেমের ব্যথা তার মনের যত কথা তার গোপন প্রেমের ব্যথা বলে যায় আমার এ গান আজ বলে য়ায় আমার এ গান মনে রেখো আমার এই গান শুধু, মনে রেখো আমার এ গান শুধু, মনে রেখো আমার এ গান যদি গো তোমায় বলি আমি তার নাম তুমি কি বাসবে ভালো দেবে তার দাম? যদি গো তোমায় বলি আমি তার নাম তুমি কি বাসবে ভালো দেবে তার দাম? কত আশায় কাঁদে প্রাণ কত নীরব অভিমান কত আশায় কাঁদে প্রাণ কত নীরব অভিমান বলে যায় আমার এ গান আজ বলে যায় আমার এ গান মনে রেখো আমার এ গান শুধু, মনে রেখো আমার এ গান শুধু, মনে রেখো আমার এ গান কত যে কথা মনে লুকোনো হয়নি তোমাকে আজও শোনানো হয়নি তোমাকে আজও শোনানো বলে যায় আমার এ গান আজ বলে যায় আমার এ গান মনে রেখো আমার এ গান শুধু, মনে রেখো আমার এ গান শুধু, মনে রেখো আমার এ গান শুধু, মনে রেখো আমার এ গান শুধু, মনে রেখো আমার এ গান শুধু, মনে রেখো আমার এ গান শুধু, মনে রেখো আমার
Writer(s): Jeet Gannguli Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out