Créditos

PERFORMING ARTISTS
Ariyan Mehedi
Ariyan Mehedi
Vocals
COMPOSITION & LYRICS
Ahmed Shobuj
Ahmed Shobuj
Songwriter
PRODUCTION & ENGINEERING
Ariyan Mehedi
Ariyan Mehedi
Producer
Indie Music Group
Indie Music Group
Editing Engineer

Letras

মনে পড়ে আমার সেই বিকেল বেলা
মনে পড়ে তোমার সাথে আমার পথচলা
মনে পড়ে আমার সেই বিকেল বেলা
মনে পড়ে তোমার সাথে আমার পথচলা
মনে পড়ে তোমার সাথে আমার প্রথম দেখা
কবে হয়েছে প্রেম দু'জনার
মনে পড়ে তোমায় বারে বার
কবে হয়েছে প্রেম দু'জনার
মনে পড়ে তোমায় বারে বার
তুমি ভরদুপুরে দাঁড়িয়ে ছিলে
আমি জানলা খুলে উঁকি দিয়েছি
তুমি আমার দিকে যখন তাকালে
আমি তোমায় দেখে মুগ্ধ হয়েছি
মনে পড়ে আমার সেই বিকেল বেলা
মনে পড়ে তোমার সাথে আমার পথচলা
মনে পড়ে তোমার সাথে আমার প্রথম দেখা
কবে হয়েছে প্রেম দু'জনার
মনে পড়ে তোমায় বারে বার
কবে হয়েছে প্রেম দু'জনার
মনে পড়ে তোমায় বারে বার
Written by: Ahmed Shobuj
instagramSharePathic_arrow_out

Loading...