Créditos
PERFORMING ARTISTS
Artcell
Lead Vocals
COMPOSITION & LYRICS
Artcell
Songwriter
Saef Al Nazi
Composer
Sazzadul Asheqeen Shaju
Composer
Lincoln D'Costa
Composer
Ershad Zaman
Composer
Rumman Ahmed
Songwriter
Letras
চারটি দেয়াল ক্রমশ
সরে আসে বৃত্তের ভেতরে
কমে আসে আলো বস্তুর
চারিপাশ এখন নীরব
রঙ মূলত সাদা কালো
অন্ধকারের ছায়া-অপছায়া বোধ
অথবা খয়েরী নীল আকাশ
অনেকটা ঘুণে খাওয়া রোদ
লেগে থাকে আকাশের গায়ে
সময়ের রঙহীন ক্যানভাস
আমার জানালায়
স্বপ্ন এখন এগারো সাতাশ
শুন্যের ওপর দেখ, দেখো দাঁড়ায়
সম্মোহিত শহর
বাতাসের চোখে আজ, চোখে আজ
নেশার উৎকট আলো
রঙ মূলত সাদা কালো
অন্ধকারের ছায়া-অপছায়া বোধ
অথবা খয়েরী নীল আকাশ
অনেকটা ঘুণে খাওয়া রোদ
লেগে থাকে আকাশের গায়ে
বিবর্ণ সময়ের
জানালায় আজ ঘুণে খাওয়া রোদ
আমার শরীর মানে আমি
ও ছায়া-ছায়া মানে মৃত রোদ
আত্মহুতি দেয় তাদের আলোর যৌবন সারাক্ষণ
মেঘে মেঘে ঢাকা পড়ে
চেনা অচেনা কত মুখ
ছায়ার শরীর ছায়ায়
বাঁচে আলোর ভয়
জানালায় আজ ঘুণে খাওয়া রোদ
Written by: Ershad Zaman, Lincoln D'Costa, Rumman Ahmed, Saef Al Nazi, Sazzadul Asheqeen Shaju

