Créditos
PERFORMING ARTISTS
Sabbir Ahmed
Performer
COMPOSITION & LYRICS
Johurul Islam Joni
Lyrics
Letras
ও দাদু বউ ছাড়া আর কত শীত কাটামু একা?
দিন যায় যেমন তেমন, রাত্রে যায়না থাকা,
এলাকার ছুডু বড়, সব ভাই বউ নিয়া ঘুরে..
হালকা পাতলা শীত লাগলে ঝাপড়াইয়া ধরে।
কোনদিন জানি শীতের চোটে হইয়া যামু বাঁকা.
ও দাদু বউ ছাড়া আর কত শীত কাটামু একা?
দিন যায় যেমন তেমন, রাত্রে যায়না থাকা,
মাঘের শীতে বাঘে মরে, গুরুজনে কয়,
আমার বিয়ার বেলায় কেন করো নয়ছয়।
শীতের চোটে পরাণডা থরথর কইরা কাঁপে,
ক্যান যে বুঝো না দাদু, বুঝে ক্যান বাপে।
Written by: Johurul Islam Joni

