Créditos
PERFORMING ARTISTS
Måla
Lead Vocals
COMPOSITION & LYRICS
Uttam Kumar Ghosh
Songwriter
Letras
ও নদীর কূলের লাগি আমি কান্দি
আমার লাগি কেউ কান্দে না
ও নদীর কূলের লাগি আমি কান্দি
আমার লাগি কেউ কান্দে না
বন্ধু রে, আমার লাগি কেউ কান্দে না
সারা জীবন বৈঠা টানলাম
সারা জীবন বৈঠা টানলাম
তবু কূল পাইলাম না, হায়
আমার লাগি কেউ কান্দে না
জোয়ার-ভাটা জীবন আমার
ও হায় রে, জোয়ার-ভাটা জীবন আমার
ও আমি যেথায় গেলাম জোয়ারে
ও আবার ভাটার টানে সেথায় এলেম
ও আবার ভাটার টানে সেথায় এলেম
তবু নদীর কূল পাইলাম না
বন্ধু রে, আমার লাগি কেউ কান্দে না
ও নদীর কূলের লাগি আমি কান্দি
আমার লাগি কেউ কান্দে না
Written by: Uttam Kumar Ghosh

