Créditos
ARTISTAS INTÉRPRETES
Srikanto Acharya
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Rabindra Nath Tagore
Letra
Letra
সেদিন দুজনে দুলেছিনু বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা (২)।
সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে,
ভুলোনা ভুলোনা ভুলোনা।
সেদিন দুজনে দুলেছিনু বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা।
সেদিন বাতাসে ছিল তুমি জান - আমারি মনেরও প্রলাপ জড়ানো (২)।
আকাশে আকাশে আছিলো ছড়ানো তোমারও হাসির তুলনা
ভুলোনা ভুলোনা ভুলোনা।
সেদিন দুজনে দুলেছিনু বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা (২)।
যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগণে -
দেখা হয়েছিল তোমাতে আমারে কি জানি কি মহালগনে,
চাঁদ উঠেছিল গগণে।
এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার - (২)
বাঁধিনু যে রাখী পরানে তোমার সে রাখী খুলোনা, খুলোনা,
ভুলোনা ভুলোনা ভুলোনা।
সেদিন দুজনে দুলেছিনু বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা (২)।
Written by: Rabindranath Tagore

