Video musical

Video musical

Créditos

ARTISTAS INTÉRPRETES
Imran
Imran
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Imran Mahmudul
Imran Mahmudul
Composición
Tareq Ananda
Tareq Ananda
Autoría

Letra

তোর বর্ষা চোখে ঝরতে দেবো না বৃষ্টি
তুই জাগবি সারারাত, আমি আসব হঠাৎ
তোর বর্ষা চোখে ঝরতে দেবো না বৃষ্টি
তুই জাগবি সারারাত, আমি আসব হঠাৎ
তোর শুকনো ঠোঁটে ফোটাবো প্রেমের হাসি
তোকে প্রানের চেয়ে বড় বেশি ভালোবাসি
তোকে প্রানের চেয়ে বড় বেশি ভালোবাসি
তোর বুকের গভীরে
দেবো আজ আলতো ছোঁয়া
ভালোবাসবি জনম ভর
হৃদয়ে অনেক মায়া
তোর শুকনো ঠোঁটে ফোটাবো প্রেমের হাঁসি
তোকে প্রানের চেয়ে বড় বেশি ভালোবাসি
তোকে প্রানের চেয়ে বড় বেশি ভালোবাসি
ভুলে যাস না আমায়
তুই ছাড়া বাঁচি না
ও যতনে রাখবো তোকে
ফুলেরও বিছানায়
তোর শুকনো ঠোঁটে ফোটাবো প্রেমের হাঁসি
তোকে প্রানের চেয়ে বড় বেশি ভালোবাসি
তোকে প্রানের চেয়ে বড় বেশি ভালোবাসি
Written by: Imran Mahmudul, Tareq Ananda
instagramSharePathic_arrow_out

Loading...