Créditos
ARTISTAS INTÉRPRETES
Riddhi Bandyopadhyay
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Rabindranath Tagore
Autoría
Letra
মধুর, তোমার শেষ যে না পাই ওগো
মধুর, তোমার শেষ যে না পাই
প্রহর হল শেষ
ভুবন জুড়ে রইল লেগে আনন্দ-আবেশ
আনন্দ-আবেশ
মধুর, তোমার শেষ যে না পাই ওগো
মধুর, তোমার শেষ যে না পাই
দিনান্তের এই এক কোনাতে
সন্ধ্যামেঘের শেষ সোনাতে
দিনান্তের এই এক কোনাতে
সন্ধ্যামেঘের শেষ সোনাতে
মন যে আমার গুঞ্জরিছে, গুঞ্জরিছে
কোথায় নিরুদ্দেশ
মধুর, তোমার শেষ যে না পাই ওগো
মধুর, তোমার শেষ যে না পাই
সায়ন্তনের ক্লান্ত ফুলের গন্ধ হাওয়ার 'পরে
অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে
সায়ন্তনের ক্লান্ত ফুলের গন্ধ হাওয়ার 'পরে
অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে
এই গোধূলির ধূসরিমায়
শ্যামল ধরার সীমায় সীমায়
এই গোধূলির ধূসরিমায়
শ্যামল ধরার সীমায় সীমায়
শুনি বনে বনান্তরে, বনান্তরে
অসীম গানের রেশ
মধুর, তোমার শেষ যে না পাই ওগো
মধুর, তোমার শেষ যে না পাই
Written by: Rabindranath Tagore

