Video musical

Ekaki
Mira el video musical de {trackName} de {artistName}

Créditos

PERFORMING ARTISTS
Hasan
Hasan
Performer
Band ARK
Band ARK
Performer
COMPOSITION & LYRICS
Hasan
Hasan
Songwriter
PRODUCTION & ENGINEERING
Band ARK
Band ARK
Producer

Letra

একাকী, একাকী, একাকী আমি একাকী রাত্রি অনেক হলো চোখে নেই কোনো ঘুম অপরুপ জোছনা অযাচিত বেদনা আজও মোরে কাঁদায় আমি একাকী, একাকী, একাকী বড় একাকী, একাকী আমি একাকী বড় একাকী, একাকী কত সুরের মালা গেঁথেছি যতনে আরও কত কথা, তুমি কি বোঝোনি তা তবু তুমি কেন তুমি আসোনি, আসোনি, আসোনি ভালোবাসোনি, বাসোনি তুমি আসোনি ভালোবাসোনি, বাসোনি বিষণ্ণতার আড়ালে তোমার ওই প্রতিশ্রুতি আমার সকল অহংকার কেন কেড়ে নিলে অবচেতন প্রলাপে বিনিদ্র রাত্রি যাপন অশ্রুসজল দু'চোখে দুঃখ হলো আপন তুমি আসোনি, আসোনি, আসোনি ভালোবাসোনি, বাসোনি তুমি আসোনি ভালোবাসোনি, বাসোনি রাত্রি অনেক হলো চোখে নেই কোনো ঘুম অপরুপ জোছনা অযাচিত বেদনা আজও মোরে কাঁদায় আমি একাকী, একাকী, একাকী বড় একাকী, একাকী আমি একাকী বড় একাকী, একাকী কত সুরের মালা গেঁথেছি যতনে আরও কত কথা, তুমি কি বোঝোনি তা তবু তুমি কেন তুমি আসোনি, আসোনি, আসোনি ভালোবাসোনি, বাসোনি তুমি আসোনি ভালোবাসোনি, বাসোনি
Writer(s): Hasan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out