Créditos
ARTISTAS INTÉRPRETES
Rezwana Choudhury Bannya
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Rabindranath Tagore
Autoría
Letra
মনে কী দ্বিধা রেখে গেলে চলে
সে দিন ভরা সাঁঝে যেতে যেতে দুয়ার হতে
কী ভেবে ফিরালে মুখখানি
কী কথা ছিল যে মনে, মনে
মনে কী দ্বিধা রেখে গেলে চলে
তুমি সে কি হেসে গেলে আঁখিকোণে
আমি বসে বসে ভাবি
নিয়ে কম্পিত হৃদয়খানি
তুমি সে কি হেসে গেলে আঁখিকোণে
আমি বসে বসে ভাবি
নিয়ে কম্পিত হৃদয়খানি
তুমি আছ দূর ভুবনে
মনে কী দ্বিধা রেখে গেলে চলে
আকাশে উড়িছে বকপাঁতি
বেদনা আমার তারি সাথি
আকাশে উড়িছে
বারেক তোমায় শুধাবারে চাই
বিদায়কালে কী বল নাই
বারেক তোমায় শুধাবারে চাই
বিদায়কালে কী বল নাই
সে কি রয়ে গেল গো
সিক্ত যূথীর গন্ধবেদনে
মনে, মনে কী দ্বিধা রেখে গেলে চলে
Written by: Rabindranath Tagore