Créditos
ARTISTAS INTÉRPRETES
Warfaze
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Komol
Composición
Balam
Composición
Tipu
Autoría
Letra
সেই সুখছবি আজও ভেসে বেড়ায়
ওই ঝাউ বনের নিরালায় এখনও
সেই সুখপটে শুধু আছো তুমি
আছো আমারই চেতনার মাঝে যে
ও আমি পারি না যে
ও তোমায় ভুলে যেতে
সেই স্মৃতিগুলো মনেরই মাঝে
জেগে রয় যে শুধু সারাক্ষণ
আমি পারি না যে ওই চোখেরই ভাষা
এই মন থেকে হারাতে
বসে থেকে একা একা
শূন্য বুকেরই মাঝে যে
তোমায় খুঁজে বেড়াই ওই নীল সীমানায়
সেই যে পাহাড় চূড়ায় তুমি নেই
সেই স্মৃতিগুলো মনেরই মাঝে
জেগে রয় যে শুধু সারাক্ষণ
আমি পারি না যে ওই চোখেরই ভাষা
এই মন থেকে হারাতে
সেই স্মৃতিগুলো মনেরই মাঝে
জেগে রয় যে শুধু সারাক্ষণ
আমি পারি না যে ওই চোখেরই ভাষা
এই মন থেকে হারাতে
সেই স্মৃতিগুলো মনেরই মাঝে
জেগে রয় যে শুধু সারাক্ষণ
আমি পারি না যে ওই চোখেরই ভাষা
Written by: Balam, Komol, Tipu