album cover
Chhaddobesh
13
Indian Pop
Chhaddobesh fue lanzado el 23 de diciembre de 2016 por Asha Audio Company como parte del álbum Chapter Three
album cover
Fecha de lanzamiento23 de diciembre de 2016
Sello discográficoAsha Audio Company
Melodía
Nivel de sonidos acústicos
Valence
Capacidad para bailar
Energía
BPM106

Créditos

Letra

জমছে ধুলো, ইচ্ছেগুলো
নিয়ম মতোই জমতে থাক
এই তো সবে বিক্রি হবে
আমার কথা চুলোয় যাক
দারুণ শীতে, sugar free-তে
জমাট বাঁধে স্বপ্ন রোজ
প্রতি রাতে শূন্য হাতে
চলছে, চলবে তোমার খোঁজ
এই তো আমার ছদ্মবেশ
খাচ্ছি-দাচ্ছি, আছি বেশ
ক্ষিদে তবু বাড়ছে বেশ
আমার রাজ্য, আমার দেশ
দেশ, আমার দেশ
আমার দেশ, আমার দেশ
আমার দেশ, আমার দেশ
আমার দেশ
আমার চিহ্ন আজ ছিন্নভিন্ন
বাড়ছে মজুর, কমছে ক্ষেত
আমার শোকে, অবাক চোখে
শহীদ মিনারে জমায়েত
আমার দেশে আমি যে-সে
ধুলোয় মেশে আমার ঘর
আমার আমি নরকগামী
ভীষণ দামী, স্বার্থপর
এই তো আমার ছদ্মবেশ
খাচ্ছি-দাচ্ছি, আছি বেশ
ক্ষিদে তবু বাড়ছে বেশ
আমার রাজ্য, আমার দেশ
দেশ, আমার দেশ
আমার দেশ, আমার দেশ
আমার দেশ, আমার দেশ
আমার দেশ
এই তো আমার ছদ্মবেশ
খাচ্ছি-দাচ্ছি, আছি বেশ
ক্ষিদে তবু বাড়ছে বেশ
আমার রাজ্য, আমার দেশ
দেশ, আমার দেশ
আমার দেশ, আমার দেশ
আমার দেশ, আমার দেশ
আমার দেশ
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...