Créditos

Letra

আমি তো মরেও ভালোবাসবো
তোমাকে যতই তুমি লুকিয়ে রাখো
তবুও তোমার কাছে আসবো
ও, তবুও তোমার কাছে আসবো
আমি তো মরেও ভালোবাসবো
ভালোবাসবো
যতদিন রবে এই পৃথিবী
তোমাকে যে ভালোবেসে যাবো
জানি না কখনো পাবো কি না পাবো
ও, যতদিন রবে এই পৃথিবী
তোমাকে যে ভালোবেসে যাব
জানি না কখনো পাবো কি না পাবো
তোমার আকাশে শুধু মেঘ হয়ে ভাসবো
তবুও তোমার কাছে আসবো
ও, তবুও তোমার কাছে আসবো
আমি তো মরেও ভালোবাসবো
ভালোবাসবো
আমি চিরদিনই শুভকামনায়
তোমারই যে পথ চেয়ে রবো
তোমার জীবনে শুকতারা হবো
ও, আমি চিরদিনই শুভকামনায়
তোমারই যে পথ চেয়ে রবো
তোমার জীবনে শুকতারা হবো
স্মৃতির আখরে ব্যথা বুকে ধরে রাখবো
তবুও তোমার কাছে আসবো
ও, তবুও তোমার কাছে আসবো
আমি তো মরেও ভালোবাসবো
তোমাকে যতই তুমি লুকিয়ে রাখো
তবুও তোমার কাছে আসবো
ও, তবুও তোমার কাছে আসবো
আমি তো মরেও ভালোবাসবো
ভালোবাসবো
Written by: Monir Khan
instagramSharePathic_arrow_out

Loading...