Créditos
Letra
ভালোবেসে যদি সুখ নাহি
তবে কেন, তবে কেন মিছে ভালোবাসা
ভালোবেসে যদি সুখ নাহি
মন দিয়ে মন পেতে চাহি
মন দিয়ে মন পেতে চাহি
ওগো কেন, ওগো কেন মিছে এ দুরাশা
ভালোবেসে যদি সুখ নাহি
হৃদয়ে জ্বালায়ে বাসনার শিখা
নয়নে সাজায়ে মায়া-মরীচিকা
শুধু ঘুরে মরি মরুভূমে
শুধু ঘুরে মরি মরুভূমে
ওগো কেন, ওগো কেন মিছে এ পিপাসা
ভালোবেসে যদি সুখ নাহি
আপনি যে আছে আপনার কাছে
নিখিল জগতে কী অভাব আছে
আপনি যে আছে আপনার কাছে
নিখিল জগতে কী অভাব আছে
আছে মন্দ সমীরণ, পুষ্পবিভূষণ
কোকিলকূজিত কুঞ্জ
বিশ্বচরাচর লুপ্ত হয়ে যায়
এ কী ঘোর প্রেম অন্ধরাহু-প্রায়
বিশ্বচরাচর লুপ্ত হয়ে যায়
এ কী ঘোর প্রেম অন্ধরাহু-প্রায়
জীবন যৌবন গ্রাসে
তবে কেন, তবে কেন মিছে এ কুয়াশা
ভালোবেসে যদি সুখ নাহি
তবে কেন, তবে কেন মিছে ভালোবাসা
ভালোবেসে যদি সুখ নাহি
Written by: Rabindranath Tagore

