Créditos

Letra

তোমারি ইচ্ছা হউক পূর্ণ করুণাময় স্বামী
ওহে, করুণাময় স্বামী
তোমারি ইচ্ছা হউক পূর্ণ করুণাময় স্বামী
তোমারি প্রেম স্মরণে রাখি, চরণে রাখি আশা
তোমারি প্রেম স্মরণে রাখি, চরণে রাখি আশা
দাও দুঃখ, দাও তাপ, সকলই সহিব আমি
ওহে, দাও দুঃখ, দাও তাপ, সকলই সহিব আমি
তোমারি ইচ্ছা হউক পূর্ণ করুণাময় স্বামী
তব প্রেম-আঁখি সতত জাগে, জেনেও না জানি
তব প্রেম-আঁখি সতত জাগে, জেনেও না জানি
ওই মঙ্গলরূপ ভুলি, তাই শোকসাগরে নামি
ওই মঙ্গলরূপ ভুলি, তাই শোকসাগরে নামি
তোমারি ইচ্ছা হউক পূর্ণ করুণাময় স্বামী
আনন্দময় তোমার বিশ্ব শোভাসুখপূর্ণ
আনন্দময় তোমার বিশ্ব শোভাসুখপূর্ণ
আমি আপন দোষে দুঃখ পাই বাসনা-অনুগামী
আমি আপন দোষে দুঃখ পাই বাসনা-অনুগামী
মোহবন্ধ ছিন্ন করো কঠিন আঘাতে
মোহবন্ধ ছিন্ন করো কঠিন আঘাতে
অশ্রুসলিলধৌত হৃদয়ে থাকো দিবসযামী
ওহে, অশ্রুসলিলধৌত হৃদয়ে থাকো দিবসযামী
তোমারি ইচ্ছা হউক পূর্ণ করুণাময় স্বামী
ওহে, করুণাময় স্বামী
তোমারি ইচ্ছা হউক পূর্ণ করুণাময় স্বামী
instagramSharePathic_arrow_out

Loading...