Créditos
Letra
আমি কী বলে করিব নিবেদন
আমার হৃদয় প্রাণ মন
আমি কী বলে করিব নিবেদন
আমি কী বলে করিব নিবেদন
চিত্তে আসি দয়া করি
নিজে লহো অপহরি
করো তারে আপনারি ধন
চিত্তে আসি দয়া করি
নিজে লহো অপহরি
করো তারে আপনারি ধন
আমার হৃদয় প্রাণ মন
আমি কী বলে করিব নিবেদন
আমি কী বলে করিব নিবেদন
শুধু ধূলি, শুধু ছাই
মূল্য যার কিছু নাই
মূল্য তারে করো সমর্পণ
স্পর্শে তব পরশরতন
মূল্য তারে করো সমর্পণ
শুধু ধূলি, শুধু ছাই
মূল্য যার কিছু নাই
মূল্য তারে করো সমর্পণ
স্পর্শে তব পরশরতন
মূল্য তারে করো সমর্পণ
তোমারি গৌরবে যবে
আমার গৌরব হবে
সব তবে দিব বিসর্জন
তোমারি গৌরবে যবে
আমার গৌরব হবে
সব তবে দিব বিসর্জন
আমার হৃদয় প্রাণ মন
আমি কী বলে করিব নিবেদন
আমি কী বলে করিব নিবেদন

